Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোপালগঞ্জে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত পবিত্র সরকার, ইনফোলিডার, ১১ নং হরিদাসপুর ইউডিসি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
বিস্তারিত

পুলিশই জনতা-জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০১৮। এ উপলক্ষ্যে আজ (১৩ মে ২০১৮) গোপালগঞ্জের সুইমিংপুল ও জিমনেশিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান ‍উপদেষ্টা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের রাজিউদ্দিন খান রাজু'র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ‘মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়ায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্নের সোনার বাংলা গড়তে কমিউনিটি পুলিশদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির সদস্যারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

ছবি

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/05/2018
আর্কাইভ তারিখ
03/12/2018