‘খোলামন’ কোলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও মুক্তমনাদের নিয়ে গঠিত একটি জাতীয় সংস্থা। একই আকাশ
একই বাতাস/ এক হৃদয়ে একই তো শ্বাস/ দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্চ্ছনা। গঙ্গা-পদ্মা, মেঘনা-সুরমা গোমতির
অববাহিকায়, সীমান্তের এপারে মানুষের ইতিহাস অনেক দিনের। হৃদয়ের সেই সেতু বন্ধনকে আরো নিবিড় করে তুলতে দুই বাংলার
কৃতিব্যক্তিদের নিয়ে “খোলামন” সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আগামী ১৪ এপ্রিল, ২০১৮ শনিবার বিকাল ৫টা ০১ মিনিটে
কোলকাতা বারাকপুরে অবস্থিত সুকান্ত সদনে তিনি এই সম্মাননা-অর্জন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS